অনেকেই আছেন যারা কম্পিউটারকে দূরে রেখে বিছানায় চিত হয়ে সিনেমা দেখতে ভালবাসেন; কিন্তু অনেকের ক্ষেত্রে খুব জোড়ে সাউন্ড বাড়িয়ে সিনেমা দেখার ক্ষেত্রে সমস্যা থাকে তাই বিকল্প পথ হিসেবে ব্যাবহার করেন হেডফোন কিন্তু তাতেও থাকে তারের সমস্যা; না যাওয়া যায় বেশি দূরে না শান্তি মত বিছানায় চিত হয়ে সিনেমা দেখা যায়। এই সমস্যার সমাধান খুব সহজেই সম্ভব আপনার এন্ড্রোয়েড ফোন দিয়ে। আর এটা নিয়েই আলোচনা করব।
প্রথমেই আপনার ফোনে ডাউনলোড করে নিন 'WiFi Audio Wireless Speaker' নামক এপ্লিকেশনটি। এটি সম্পূর্ন ফ্রি তাই খালি খালি কষ্টো না করে সরাসরি গুগল প্লে থেকেই ডাউনলোড করে নিতে পারেন।
প্রথমেই আপনার ফোনে ডাউনলোড করে নিন 'WiFi Audio Wireless Speaker' নামক এপ্লিকেশনটি। এটি সম্পূর্ন ফ্রি তাই খালি খালি কষ্টো না করে সরাসরি গুগল প্লে থেকেই ডাউনলোড করে নিতে পারেন।


এবার অন্যান্য এপ্লিকেশনের মত এটি আপনার ফোনে সেটাপ করে নিন। পরবর্তি পদক্ষেপের জন্য আপনার কম্পিউটারের জন্য ছোট একটি সফটওয়্যার ডাউনলোড করে নিন।
এই সফটওয়্যারটি ইনষ্টল দেবার দরকার নাই; শুধু রান করলেই নিচের ছবির মত করে আসবে।
এবার মোবাইল এপ্লিকেশনটি চালু করুন এবং 'WiFi Audio Status' টি 'ON' করুন। একদম নিচে 'WiFi IP' নম্বরটি আপনার কম্পিউটারে চালু হওয়া সফটওয়্যারটির 'IP Address of Mobile' এর স্থানে লিখুন। এরপর 'Start' এ ক্লিক করুন।
এবার ঘরের যে কোন কোনায় বসে উপভোগ করুন কম্পিউটারের শব্দ কাউকে না জ্বালিয়ে। আর যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
বিঃদ্রঃ আপনাকে অবশ্যই ফোন এবং কম্পিউটার একই রাউটারের সাথে সংযুক্ত রাখতে হবে; রাউটার না থাকলে আপনার কম্পিউটারে ভার্চুয়াল রাউটারের সফটওয়্যার দিয়ে Hotspot বানিয়ে এটি ব্যাবহার করতে পারবেন।
লেখকঃ জানা অজানার পথিক।
বিঃদ্রঃ আপনাকে অবশ্যই ফোন এবং কম্পিউটার একই রাউটারের সাথে সংযুক্ত রাখতে হবে; রাউটার না থাকলে আপনার কম্পিউটারে ভার্চুয়াল রাউটারের সফটওয়্যার দিয়ে Hotspot বানিয়ে এটি ব্যাবহার করতে পারবেন।
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন