কোরিয়ার ভাস্কর্য শিল্পি "ইয়ং ডিওক সিও" অন্যান্নদের মত মাটি বা পাথর দিয়ে ভাস্কর্য বানান না। তার ভাস্কর্য গুলি তৈরি করে সাইকেলের চেন দিয়ে আর সিকল দিয়ে। তাই এই ভাস্কর্য দেখলে অবাক না হয়ে থাকা যায় না। তাহলে চলুন দেখি নেই তার তৈরি করা কিছু ভাস্কর্যের ছবি।


ছবি সংগ্রাহেঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন