এইটা কি হইল? ।। What Just Happened?

আজ আপনাদের ২০টি ছবি দেখাবো আর এই ছবি গুলি দেখার পরে আপনি নিজের অজান্তেই বলে বসবেন এটা কি ভাবে সম্ভব। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করবে আজকের এই ২০টি ছবি। তাহলে চলুন দেখে নেই ছবি গুলি।

০১) গাড়ি পুরাতন হয়ে গেছে ঠিক আছে কিন্তু ডাষ্টবিনের মধ্যে ফেলল কি ভাবে?


০২) হাঙ্গর মাছ দেখতে সমুদ্রে কেন? শপিং মলে গেলেই হয়।


০৩) অনুগ্রহ করে কেউ বলবেন গাড়ি ধাক্কা খাইল কোন দিক থেকে এসে?


০৪) আচ্ছা গাছটার মধ্যে দিয়ে গাড়ি আসল কি ভাবে?


০৫) গ্যাসের ষ্টোভ এর সাথে ধাক্কা খেয়ে গাড়ির এই অবস্থা!!! কেমনে কি?


০৬) এইটা কিন্তু একটু বেশিই হয়ে গেল।


০৭) গাড়ি কেমনে ঢুকালো?!


০৮) নির্ঘাত উড়তে গেছিল!


০৯) এই গাড়ি মনে হয়ে আড়াআড়ি ভাবে চলতে সক্ষম!!


১০) এবার নির্গাত বলবেন ঢাকার জ্যামেও এরকম হয় না।


১১) এই মনে করেন প্লেনের মত ট্রাকেরও উড়বার শখ জাগছিল আর কি?!


১২) নির্গাত প্লেন থেকে ফেলা হইছে!! নাকি?


১৩) দয়া করে শিশুদের তাড়াতড়ি বেড়ে ওঠার জন্য কিছু খাওয়াবেন না, তা না হলে এরকম ভাবে ফেঁসে যেতে পারে।


১৪) রাস্তার গাড়ি ঝুলছে বৈদ্যুতিক তারে!


১৫) এইবার এইটার ব্যাখ্যা দেন!!


১৬) কেমনে কি?!


১৭) নির্ঘাত গডজিলা আক্রমন চালাইছিল এই শহরে।


১৮) অনুগ্রহ করে এর ব্যাখ্যা কেউ জানলে জানান!!!


১৯) রাস্তাতো নাই তাইলে এইখানে এই ট্রলি ট্রাক কেমনে আসল?


২০) এই ছবি দেবার মত না, এই ছবি দেখার পরে আপনি স্বপ্নের জগতে আছেন না বাস্তব এটাই বুঝবেন না। তাই ছবি দিব না...

ছবি সংগ্রহেঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

২টি মন্তব্য:

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info