অদ্ভুত কিছু বিশ্ব রেকর্ড (শেষ খন্ড) ।। Strange World Record (Last Part)

পুর্বের পর্বঃ অদ্ভুত কিছু বিশ্ব রেকর্ড (৪র্থ খন্ড)

বিশ্ব রেকর্ড নামটার সাথে মোটামটি সবাই পরিচিত। অনেকেই অনেক রকমের বিশ্ব রেকর্ড গড়েছেন। কিন্তু আজ আপনাদের সামানে তুলে ধরব কিছু অদ্ভুদ ধরনের বিশ্ব রেকর্ড। যা আপনাদের হতবাগ বা অবাক যেটাই বলেন না কেন করে দিবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক।


এনার রেকর্ডটি হল, কানের মধ্যে থেকে বের হওয়া সবথেকে বড় চুলের। এই চুল ১৮.১ সেমি লম্বা।

hybridknowledge.info hybridknowledge.info


এই ব্যাক্তি এক চাকায় মটর সাইকেল চালিয়ে সর্বোচ্চ গতির রেকর্ড করেছেন। ১৭৩.৮১ কিমি প্রতি ঘন্টায় মটর সাইকেল এক চাকায় চাইলিয়ে এই বিশ্ব রেকর্ডটি গড়েন।


ইস্রাইলের আহরণ শ্যাময়েল তার বাগানে ৫.২৬৫ কেজি ওজনের লেবু ফলাতে সক্ষম হন। এটি বিশ্বের সব থেকে বড় লেবুর রেকর্ড অর্জন করে।


আমেরিকার "মেল্ভিন বথ" ২৯.৮ ফুট লম্বা হাতের নোখ নিয়ে বিশ্বের সব থেকে বড় নখের অধিকারি। কিন্তু তার নখ প্যাচানো, কিন্তু "লি রিমন্ড" বিশ্ব রেকর্ড গড়েন সবথেকে বড় সোজা হাতের নখের।


"হুইম হফ" ১ ঘন্টা ৪২ মিনিট ২২ সেকেন্ড টানা বরফের নিচে থেকে বিশ্ব রেকর্ড গড়েন।


"ডরথি ডি ল" হচ্ছেন পৃথিবীর সব থেকে বয়স্ক কোন টেবিল টেনিস জেতা কোন নারী। তিনি ৯৭ বছর বয়সে XIV World Veterans Table Tennis Championships জিতে এই রেকর্ড গড়েন।


"আনিতা সওয়ারেজ" জার্মানিতে মোট ১৯ বিয়ারের বড় গ্লাস একসাথে নিয়ে ৪০ মিটার দূরত্ত পার করে এই বিশ্ব রেকর্ডটি গড়েন।


"হেল্মার্ট উইজ" সর্বাধিক (৬৮ বছর) বয়স্ক বাঞ্জি জাম্পার।


১১৪ জন লোক নিয়ে ষ্টিলের তৌরি এই নৌকাটি বিশ্ব রেকর্ডটি গড়েন।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

২টি মন্তব্য:

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।