উপরের বাঁধের ছবিটি দেখতে আর দশটা বাঁধের মত তাই না? ইতালির 'Gran Paradiso National Park' এ তৈরি করা এই বাঁধয়ের ছবি একটু খেয়াল করে দেখেনতো, কি দেখতে পারছেন? তাহলে চলুন আরেক কাছ থেকে দেখা যাক।
আরেকটু কাছ থেকে দেখা যাক,
আরেকটু কাছ থেকে দেখা যাক,
এই ছাগল গুলি 'Alpine ibexes' প্রজাতির। বাঁধটি তৈরিতে ব্যাবহৃত পাথর গুলি পানি থেকে লবন এবং কিছু খনিজ লবন সংগ্রহ করে রাখে, যা আবার এই ছাগল গুলির খুব প্রিয়। আর এ কারনেই এই বাঁধের গাঁ বেয়ে উঠে এই ছাগল গুলি। কি অবাক হলেন নাকি সাধারন এই বাঁধের ছবি দেখে।
লেখকঃ জানা অজানার পথিক।
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন