চাইনিজ মোবাইল নিয়ে আমরা কিন্তু নানা ধরনের মজার কথা বলে থাকি। অনেকটাই তাচ্ছিল্য করে দেখি এই চাইনিজ মোবাইল গুলোকে। কিন্তু 'OPPO' কোম্পানির 'R5' মডেলের এই মোবাইল এর কার্যক্রম যে শুধু এর প্রযুক্তিগত দিকেই সীমাবদ্ধ নেই তা নিজে না দেখলে বিশ্বাস করাটাই কঠিন। আসলে কি এটা মোবাইল নাকি হাতুড়ি সে সিদ্ধান্ত ভিডিওটি দেখেই নিন।
নিশ্চই 'OPPO R5' এর ক্ষমতা দেখে অবাক হচ্ছেন। তাহলে চলুন এবার OPPO R5 এর তুলনা করে দেখি, যেনতেন কোন ফোনের সাথে নয় বরং iPhone 6 এর সাথে,
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
দাম ৪০ হাজার টাকা। তো এত কম কনফিগারেশনের মোবাইল যদি ৪০ হাজার টাকা দাম হয় তাহলে তার হার্ডওয়্যার ত ভাল হবেই।
উত্তরমুছুনকম কনফিগারেশন!!!!
উত্তরমুছুন