শব্দ এমন এক শক্তি যা না থাকলে আমরা বর্তমানে যত সহজে একে অপরের সাথে ভাবের আদান প্রদান করি ততসহজে হয়ত করতে পারতাম না। আলো, তাপ যেমন শক্তি তেমনই এই শব্দ একটা শক্তির রূপ। এখন অনেকের ধারনা হতে পারে এই শব্দ শুধু মাত্র শোনার কাজেই ব্যাবহৃত হয়! হ্যাঁ এর মূল কাজ এটা হলেও এই শব্দকে কিন্তু বিভিন্ন ভাবে ব্যাবহার করা হয়। যেমনঃ প্রানী জগতে বাদুড় পথ চলতে আর মানুষ রাডার দিয়ে বিমান পর্যবেক্ষনের জন্য ব্যাবহার করে এই শব্দ, পূর্বে এ নিয়ে "বাদুড় এবং রাডার" লেখায় বিস্তারিত আলোচনা করেছিলাম। আর আর এই সব নিয়ে নয় বরং আপনাদের শব্দের ক্ষমতার আরেক রূপ দেখাবো। আচ্ছা আপনারাতো জানেন যে শব্দ চলাচলের জন্য কোন না কোন মাধ্যমের দরকার হয় আর কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে সব থেকে দ্রুত সঞ্চারিত হয়। আচ্ছা এই শব্দকে যদি বিভিন্ন কম্পাংকে পানির মধ্য দিয়ে চালনা করা হয় তাহলে কি হয়? এর জবাব পাবেন নিচের ভিডিও দু'টিতে। তবে এই ভিডিও দু'টি দেখার পরে আপনার মনে হবে আপনি বাস্তব কোন জিনিষ নয় বরং অবাস্তব কোন জিনিষ দেখছেন। তাহলে চলুন দেখে নেই ভিডিও দু'টি,
ভিডিও সংগ্রাহকঃ জানা অজানার পথিক।
:o :o :o :o
উত্তরমুছুন