মথ মানব (Mothman) আমেরিকার আরেক রহস্যে ঘেরা এক অজানা প্রানি। যাকে দেখার দাবি প্রথম ওঠে ১২ই নভেম্বর ১৯৬৬ সালে। এই দিন পাঁচ জন লোক গোরস্থানে কবর খুঁড়তে ছিলেন এসময় তারা তাদের মাথার উপর দিয়ে লোমে ঢাকা মানুষ আকৃতির বিশাল পাখাওয়ালা প্রানি উড়ে যেতে দেখেন। এই থেকে শুরু এর পরে ১৫ই নভেম্বর ১৯৬৬ সালে এক জুটি দেখেন এবং তারা বলেন যে এই প্রানির চোখ দু'টি লাল রঙয়ের এবং তা অন্ধকারে জ্বলজ্বল করছিল। তবে এই মথ মানব বিখ্যাত হয়ে ওঠে ১৯৬৬ সালের ১৫ই ডিসেম্বরে সিলভার ব্রীজের ধ্বসে পরার মধ্য দিয়ে। এই ধ্বসে পরা ব্রীজের কারনে ৪৬ জন লোক নিহত হয় আর এসময় অনেকেই দাবি করেন যে ব্রীজটি ধ্বসে পরার সময় তারা লোমশ পাখাওয়ালা মানব আকৃতির এক প্রানি দেখতে পান ব্রীজের উপরে। অনেক দাবি এই মথ মানব আসলে দায়ি এই ব্রীজ ধ্বসের পিছনে। যতই প্রতক্ষ দর্শী থাকুক না কেন এই রহস্যে ঘেরা মথ মানবের অস্তীত্বের কিন্তু প্রমান মেলেনি আজ পর্যন্ত। এবার চলুন দেখে নেই এই মথ মানবের উপর বানানো একটি ভিডিও প্রতিবেদন।
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।