মথ মানব (রহস্যে ঘেরা প্রানীদের গল্পঃ ১০ম পর্ব)

পূর্বের পর্বঃ থান্ডার বার্ড


মথ মানব (Mothman) আমেরিকার আরেক রহস্যে ঘেরা এক অজানা প্রানি। যাকে দেখার দাবি প্রথম ওঠে ১২ই নভেম্বর ১৯৬৬ সালে। এই দিন পাঁচ জন লোক গোরস্থানে কবর খুঁড়তে ছিলেন এসময় তারা তাদের মাথার উপর দিয়ে লোমে ঢাকা মানুষ আকৃতির বিশাল পাখাওয়ালা প্রানি উড়ে যেতে দেখেন। এই থেকে শুরু এর পরে ১৫ই নভেম্বর ১৯৬৬ সালে এক জুটি দেখেন এবং তারা বলেন যে এই প্রানির চোখ দু'টি লাল রঙয়ের এবং তা অন্ধকারে জ্বলজ্বল করছিল। তবে এই মথ মানব বিখ্যাত হয়ে ওঠে ১৯৬৬ সালের ১৫ই ডিসেম্বরে সিলভার ব্রীজের ধ্বসে পরার মধ্য দিয়ে। এই ধ্বসে পরা ব্রীজের কারনে ৪৬ জন লোক নিহত হয় আর এসময় অনেকেই দাবি করেন যে ব্রীজটি ধ্বসে পরার সময় তারা লোমশ পাখাওয়ালা মানব আকৃতির এক প্রানি দেখতে পান ব্রীজের উপরে। অনেক দাবি এই মথ মানব আসলে দায়ি এই ব্রীজ ধ্বসের পিছনে। যতই প্রতক্ষ দর্শী থাকুক না কেন এই রহস্যে ঘেরা মথ মানবের অস্তীত্বের কিন্তু প্রমান মেলেনি আজ পর্যন্ত। এবার চলুন দেখে নেই এই মথ মানবের উপর বানানো একটি ভিডিও প্রতিবেদন।


http://vimeo.com/94690264/download?t=1400179988&v=252100177&s=3f4958c61b06d4970d7f8d399efa8c86

ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info