পূর্বের পর্বঃ মেগাকন্ডা।
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
"রহস্যে ঘেরা প্রানীদের গল্প" নামটা পড়ে নিশ্চই ভাবছেন এমন কি প্রানী থাকতে পারে যার সম্পর্কে আমাদের জানা নেই? কিন্তু এমন অনেক প্রানী আছে যার অস্তিত্বের অনেক প্রমান থাকা সত্বেও বৈজ্ঞানিক ভাবে সেই সকল প্রানীদের অস্তিত্বের কথা কোন ভাবেই কেউ স্বীকার করে না। আপনাদের পরিচয় করিয়ে দিব সেই সকল প্রানীদের সাথে।
দুই কিশোর বন্ধু, তারা ঠিক করল স্কেট বোর্ডে তাদের কলা ভিডিও ক্যামেরায় ধারন করে সবাইকে দেখাবে। আর এটি করার জন্য তারা বেছে নিল একটি পার্ক। যে পার্কে জনসাধারনের প্রবেশ নিষেধ। এসময় এক বন্ধুর ছোট ভাই তাদের পিছু নিল। সেও বড় ভাইয়ের সাথে যাবে। উপায় না দেখে ছোট ভাইকেও সাথে নিল তারা। কিন্তু সেখানে তাদের উপর আক্রমন হল এক অদ্ভুদ প্রানীর। রাতের বেলায় ছোট ভাইটি হারিয়ে যায় এবং পরের দিন তাকে খুঁজে পাওয়া যায় বন থেকে প্রায় এক মাইল দূরে মারাত্মক ভাবে আহত অবস্থায়। কি হয়েছিল তার সাথে? চলুন তাহলে এবার দেখে নেই সেই ভিডিওটি যেটি ধারন করা হয়েছে সেই দুই কৌশরের স্কেটিং ধারন করার জন্য নেওয়া ক্যামেরায়।
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন