বাস্তব জীবনে ম্যাগনিটো ।। Real Life Magneto


হলিউডের সিনেমা X-MEN যারা দেখেছেন তারা নিশ্চই ম্যাগনিটোকে (Magneto) চিনেন। ভিলেন চরিত্রে থাকলেও এই ম্যাগনিটোর আছে এক অসাধারন ক্ষমতা। সে তার চারিপাশে তৈরি করতে পারে চৌম্বক ক্ষেত্র, যা দিয়ে অতি সহজেই আসে পাশের সকল লৌহ ধাতব বস্তু তার পক্ষে নিয়ন্ত্রন করা সম্ভব। এতো কাল্পনিক এক চরিত্র তাই না? কিন্তু আজ আপনাদের এমন তিন জন ব্যাক্তির সাথে পরিচয় করিয়ে দিব যারা সত্যি সত্যি তাদের দেহে তৈরি করতে পারে চৌম্বক ক্ষেত্র। যার ফলে তাদের দেহে লেগে থাকে পারে লৌহ ধাতব বস্তু। চলুন তাহলে পরিচিত হয়ে নেওয়া যাক এই তিন জনের সাথে।

০৩) Etibar Elchyev:


Download

৩৯ বছর বয়স্ক Etibar Elchyev পেশায় একজন "লাথানো মুষ্টিযোদ্ধা" (Kick Boxing) প্রশিক্ষক। একদিন তিনি আবিস্কার করলেন যে তার দেহে আছে অদ্ভুত এক ক্ষমতা। তার দেহ নিজ থেকেই তৈরি করে চৌম্বক ক্ষেত্র। তখন তিনি ঠিক করলেন যে ৫০ টি চামচ, তার দেহে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রে আটকে তৈরি করবেন নতুন Guinness World Record। উপরের ভিডিওটি তার সেই রেকর্ড গড়ার সময়কার ধারন করা।

০২) Superhuman:


Download

এই ব্যাক্তি একজন রাজমিস্ত্রী। তো একদিন তিনি কাজ করছেন, কিন্তু হঠাৎ করে খেয়াল করলেন যে তার আসে পাশের সব লোহার জিনিষ তার গায়ে লেগে যাচ্ছে। আর সে দিন থেকেই তিনি আবিস্কার করলেন যে তার দেহে তৈরি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আর তার দেহে উৎপন্ন এই চৌম্বক ক্ষেত্র এত বেশি শক্তিশালী যে, তার দেহে একটা লোহার প্লেট লাগিয়ে তাতে দড়ি বেঁধে এক টনের থেকেও বেশি ভারী গাড়ি টেনে নিতে সক্ষম।

০১) Ivan Stoiljkovic:


Download

Ivan Stoiljkovic এর বয়স মাত্র ছয় বছর। আর উপরে উল্লেখিত দুই ব্যাক্তি থেকে একটু ভিন্ন। প্রথমত, উপরের দু'জনের দেহে এই চৌম্বক ক্ষেত্র আবিস্কার হওয়া শুরু করে অনেকটা পূর্ন বয়সে, কিন্তু Ivan Stoiljkovic এর দেহে চৈম্বক ক্ষেত্র তৈরি হওয়া শুরু করে ছোট বেলা থেকেই। দ্বীতিয়ত, অন্যান্য ব্যাক্তির দেহে শুধু মাত্র লৌহ বস্তু লাগলেও Ivan Stoiljkovic এর দেহ রূপার বস্তুকেও আকর্ষন করতে সক্ষম। তৃতীয়ত, বাকি দু'জনার থেকে তার দেহের চৌম্বক ক্ষেত্র অনেক বেশি শক্তিশালী। বয়স মাত্র ছয় হলেও ইতি মধ্যে ইন্টারনেট এবং মিডিয়া গুলির মাধ্যমে সে বেশ বিখ্যাত ব্যাক্তিতে পরিনত হয়েছে।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info