পৃথিবীর সর্বপ্রথম বেলুনের কনসার্ট হল ।। The Inflatable Concert Hall


বেলুনের তৈরি অনেক কিছুর নাম শুনেছেন কিন্তু আজ আপনাদের এমন এক কনসার্ট হলের সাথে পরিচয় করিয়ে দিব যে কনসার্ট হল পুরাটাই তৈরি করা হয়েছে বেলুনের মত করে, মানে বাতাস দিয়ে ফুলিয়ে তৈরি করা হয় এই কনসার্ট হল।

এই কনসার্ট হলটি তৈরি করা হয়েছে ২০১১ সালের ভূমিকম্প এবং সুনামিতে সম্পূর্ন ধ্বংস হয়ে যাওয়া জাপানের "হনশু" (Honshu) শহরে।

বেগুলি বর্নের বেলুনের তৈরি এই কনসার্ট হলে দর্শক গ্যালারিতে মোট ৫০০ জন বসতে পারে। বিশ্বের সর্বপ্রথম এই বেলুনের তৈরি এই কনসার্ট হল তৈরি করা হয় Lucerne Festival কে সামনে রেখে। এই কনসার্ট হলটি বানান ব্রিটিশ স্থাপতি Anish Kapoor এবং জাপানি আর্কিটেকচার Arata Isozaki, তাদের দু'জনার পরিকল্পনা অনুসারেই তৈরি হয় এই কনসার্ট হলটই।

মজার বিষয় হচ্ছে এই কনসার্ট হলটি তৈরি করতে কোন প্রকার শক্ত কোন কিছুর ব্যাবহার করা হয় নাই। এর দেওয়াল, ছাদ আর ফ্লোর সব কিছুই তৈরি করা হয়েছে পলিষ্টার দিয়ে। চাইলেই আপনি এর ভিতরের সব বাতাস বের করে দিয়ে একে সহজেই ভাজ করে ফেলতে পারবেন। এই কনসার্ট হলের নাম "Ark Nova", এই কনসার্ট হলটি ১৮ মিটার উঁচু আর ৩৫ মিটার চওড়া।

আসুন এবার  পৃথিবীর সর্বপ্রথম বেলুনের কনসার্ট হলটির আরো কিছু ছবি দেখে নেই,


আসুন এবার এই কনসার্ট হল তৈরি করার একটা ভিডিও দেখে নেওয়া যাক,



লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info