২য় বিশ্ব যুদ্ধের সময় জার্মানি বিমান বাহিনী যখন V-1 নামক বোম গুলি ব্যাবহার করা শুরু করে তখন তা সাধারন জনগনের জন্য বেশ আতংকের কারন হয়ে দাঁড়ায়। কেননা, এই বোমের আগাতে নিমিষেই ধুলায় মিশিয়ে যেতে থাকে সাধারন মানুষদের বাড়ি ঘর, আর ধ্বংস স্তুপে । এই বোমের হাত দিয়ে সাধারন জনগনকে বাঁচাতে UK এর সরকার অদ্ভুদ খাট বিতরন শুরু করে। এই খাট ব্যাবহারের ফলে সাধারন জনগন এই বোমের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয় UK সরকার। পরিসংখ্যান ঘটলে জানা যায়, মোট ৪৪ টি বাড়িতে ব্যাবহার করা এই খাট, ১৩৬ জন লোক ব্যাবহার করে এই খাট, যার মধ্যে বোমার আঘাতে মারা যায় মাত্র ৩ জন আর গুরুতর ভাবে আহত হয় ১৩ জন আর সামান্য আহত হয় মাত্র ১৬ জন। বলাই বাহুল্য এই খাট যে কারনে বানানো হয়েছিল সে কাজ এই খাট যতার্থ ভাবেই পালন করতে সক্ষম হয়।
আসুন তাহলে এবার দেখে নেওয়া যাক এই খাটের কিছু ছবি,
লেখকঃ জানা অজানার পথিক।