কাঠের দোকানে আমরা তো সব সময় দেখি কাঠ মিস্ত্রীরা কাঠ চেচে চলে তা সমান করে আমাদের জন্য বিভিন্ন ধরনের আসবাব পত্র তৈরি করতে। এই কাঠ চাচার সময় কাঠের যে চিপস গুলি তৈরি হয় তা আমাদের চোখে নিতান্ত অকার্যকর বস্তু আর যারা কাঠের চুলায় রাঁধে তাদের জন্য জ্বালানির উপকরন মাত্র। কিন্তু এই কাঠের চিপস গুলি যদি কোন শিল্পির হাতে পরে তবে তা থেকেও যে শৈল্পিক ভাষ্কর্য তৈরি করা সম্ভব তা নিজ চোখে না দেখলে মনে হয় কারো বিশ্বাস করতে কষ্টো হবে। তাহলে চলুন এবার দেখে নেই কাঠের চিপস দিয়ে তৈরি করা অসাধারন কিছু শিল্পকর্ম।
ছবি সংগ্রহেঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন