পৃথিবীর সকল মরুভূমির ব্যবচ্ছেদ


পৃথিবীর পাঁচ ভাগের একভাগ জায়গা জুড়ে আছে মরুভূমি, যেখানে সাধারণত বছরে ১০ ইঞ্চি বা ২৫ সে.মি. বা তার চেয়ে কম বৃষ্টিপাত হয়। মরুভূমিতে বৃষ্টিপাত, তুষারপাতের পরিমাণ বাষ্পীভবনের চেয়ে কম হয়। মরুভূমি বলতে শুধু বালুর সাগরকেই বুঝায় না; পাথর ও পাহাড় নিয়েও মরুভূমি সৃষ্টি হয়। গরম, শুষ্ক পাথুরে আর বালুময় ভূমি মরুভূমির গাছপালা জন্মানোর জন্য সহায়ক নয়। মধ্য অনুর্বর মরুভূমিতে কিছু গাছ, গুল্ম, ঝোপঝাড় ও ঘাস জন্মায়। সেখানকার গাছের বীজগুলো বছরের পর বছর বালুতে ভাল অবস্থায় থাকে, বৃষ্টির পানি পেলে অঙ্কুরোদগম ঘটে; মূল অনেক গভীরে পৌঁছায়। গাছগুলো কন্টকময় হওয়ার একটি কারণ হিসেবে বলা যায় প্রাণীদের হাত থেকে সঞ্চিত পানি ও নিজেদের রক্ষা করার সুরক্ষা অস্ত্র। পাতাগুলো মোমের মত প্রলেপ বিশিষ্ট হয় যা পানি ধরে রাখতে সাহায্য করে। মরুভূমির প্রাণী ও পোকামাকড়গুলো আকারে ছোট হয়, যা তাদের দিনে লুকিয়ে থাকা ও রাতের ঠান্ডা আবহাওয়ায় বের হতে সহায়তা করে।


পৃথিবীতে বিভিন্ন ধরণের মরুভূমি রয়েছেঃ
  • গরম ও শুষ্ক মরুভূমিঃ দিনে গরম ও রাতে ঠান্ডা থাকে, দিনে যেখানে ৪০ ডিগ্রী সেঃ এর উপরে থাকে রাতে তা ১০ ডিগ্রী সেঃ এর কম এমনকি হিমাঙ্কের নিচে চলে যায়। বৃষ্টিপাত হয় তবে বছরে ১০ ইঞ্চি বা তার থেকে কম।
  • অর্ধশুষ্ক/অনুর্বর মরুভূমিঃ এখানে গ্রীষ্মকাল দীর্ঘ ও শুষ্ক হয়, গরম ও শুষ্ক মরুভূমির মত; শীতকাল অল্পবিস্তর বৃষ্টি নিয়ে আসে।
  • উপকূলীয় মরুভূমিঃ এ ধরনের মরুভূমি শীতল থেকে উষ্ম স্থানের দিকে হয়ে থাকে। এখানে ঠান্ডা শীতকাল ও লম্বা শুষ্ক গ্রীষ্মকাল থাকে।
  • শীতল মরুভূমিঃ এখানে গরম গ্রীষ্মকাল ও খুব ঠান্ডা শীতকাল বিরাজ করে, সাথে বরফ পড়ে বা বৃষ্টিপাত হয়। সাধারণত বৃষ্টিছায়া অঞ্চলের কারণে কম বৃষ্টিপাত হয় যা সুউচ্চ পাহাড়ের কারণে সৃষ্ট।
  • বালুময় মরুভূমিঃ একে বালুর ঢেউ এর সমুদ্র বলা যায়।
  • প্রস্তরবহুল মরুভূমিঃ এটি কাঁকড় নুড়ির বিস্তীর্ণ ভূপৃষ্ঠ।
  • থর মরুভূমিঃ উন্মুক্ত পাথরের বন্ধুর ভূমি যা বাতাসের তোড়ে বালু বা কাঁকড় বিহীন হয়।
  • পাহাড়ীয় মরুভূমিঃ পাথরের পাহাড়ময় ভূমি এর অন্যতম বৈশিষ্ট্য।
  • মেরুদেশীয় মরুভূমিঃ উত্তর ও দক্ষিণ মেরুতে অবস্থিত মরুভূমি যেখানে গরম মরুভূমির মত অল্প বৃষ্টি বা বরফ পড়ে।
  • প্রায় গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমিঃ এ ধরনের মরুভূমিতে গ্রীষ্মকাল খুব গরম ও শুষ্ক হয় এবং শীতকালও শুষ্ক ও তীব্র শীতল হয়। অল্প সময়ের জন্য বৃষ্টিপাত হয়। বাতাস এত গরম ও শুষ্ক থাকে যে অনেক সময় বৃষ্টির পানি মাটিতে পড়ার আগেই বাষ্পীভুত হয়ে যায়। প্রাণিগুলো সাধারণত রাতে বিচরণ করে।
  • লবণ মরুভূমিঃ এটি শুষ্ক হ্রদের মরুভূমি যেখানে লবণ আহরণ করা যায়। শীতকালে এ অঞ্চল ঈষৎ ঠান্ডা থাকে।
  • তুন্দ্রা মরুভূমিঃ মেরু অঞ্চলের দিগন্ত বিস্তৃত বৃক্ষহীন সমতলভূমি; যা গ্রীষ্মকালে জলময় থাকে এবং শীতকালে জমে শক্ত হয়ে যায়।

ক্রমানুসারে দশটি সর্বাপেক্ষা বড় মরুভূমি হচ্ছেঃ
  • দক্ষিণ মেরুর মরুভূমি (এন্টার্কটিকা) ১,৩৮,২৯,৪৩০ বর্গ কি.মি.।
  • উত্তর মেরুর মরুভূমি (আর্কটিক) ১,৩৭,২৬,৯৩৭ বর্গ কি.মি.।
  • সাহারা মরুভূমি (আফ্রিকা) ৯১,০০,০০০+ বর্গ কি.মি.।
  • অ্যারাবিয়ান মরুভূমি (মধ্যপ্রাচ্য) ২৩,৩০,০০০ বর্গ কি.মি.।
  • গোবি মরুভূমি (এশিয়া) ১৩,০০,০০০ বর্গ কি.মি.।
  • কালাহারি মরুভূমি (আফ্রিকা) ৯,০০,০০০ বর্গ কি.মি.।
  • পাটাগোনিয়ান মরুভূমি (দক্ষিণ আমেরিকা) ৬,৭০,০০০ বর্গ কি.মি.।
  • গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি (অস্ট্রেলিয়া) ৬,৪৭,০০০ বর্গ কি.মি.।
  • সিরিয়ান মরুভূমি (মধ্যপ্রাচ্য) ৫,২০,০০০ বর্গ কি.মি.।
  • গ্রেট বেসিন মরুভূমি (দক্ষিণ আমেরিকা) ৪,৯২,০০০বর্গ কি.মি.।
অঞ্চল অনুসারে মরুভূমির তালিকাঃ

আফ্রিকাঃ
  • আলজেরিয়ান মরুভূমিঃ আলজেরিয়াতে অবস্থিত সাহারা মরুভূমির অংশ।
  • নীল মরুভূমিঃ ইজিপ্টে অবস্থিত।
  • কালাহারি মরুভূমিঃ বতসোয়ানাতে বেশীর ভাগ এবং অবশিষ্ট অংশ নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকায় অবস্থিত।
  • কারো মরুভূমিঃ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত একটি অনুর্বর মরুভূমি।
লিবিয়ান মরুভূমিঃ
  • নামিব মরুভূমিঃ নামিবিয়াতে অবস্থিত।
  • নুবিয়ান মরুভূমিঃ সুদানে অবস্থিত।
  • ওয়ামি মরুভূমিঃ নাইজেরিয়াতে অবস্থিত।
  • সাহারা মরুভূমিঃ পৃথিবীর সর্বাপেক্ষা উষ্ম মরুভূমি যা উত্তর আফ্রিকার অনেকাংশ জুড়ে বিস্তৃত।
এশিয়াঃ
  • গোবি মরুভূমিঃ মঙ্গোলিয়া ও চায়নাতে অবস্থিত।
  • ইনদাস ভ্যালি মরুভূমিঃ পাকিস্তানে অবস্থিত।
  • চলিস্তান মরুভূমিঃ পাকিস্তানে অবস্থিত।
  • কারা কুম মরুভূমিঃ মধ্য এশিয়ায় অবস্থিত।
  • খারান মরুভূমিঃ পাকিস্তানে অবস্থিত।
  • কাইজাল কুম মরুভূমিঃ কাজাকিস্তান ও ওজবেকিস্তানে অবস্থিত।
  • লুপ মরুভূমিঃ চায়নাতে অবস্থিত।
  • অরডস মরুভূমিঃ চয়নার উত্তরাংশে অবস্থিত।
  • রাব'আল খালি মরুভূমিঃ সৌদি আরবে অবস্থিত।
  • টাকলামাকান মরুভূমিঃ চায়নাতে অবস্থিত।
  • থাল মরুভূমিঃ পাকিস্তানে অবস্থিত।
  • থর মরুভূমিঃ ভারত ও পাকিস্তানে অবস্থিত।
  • অ্যারাবিয়ান মরুভূমিঃ কয়েকটি অ্যারাবিয়ান মরুভূমি নিয়ে গঠিত।
  • দাশ্তই কাভির মরুভূমিঃ ইরানের কেন্দ্রে অবস্থিত।
  • দাশ্তই লাত মরুভূমিঃ বৃহৎ লবণাক্ত মরুভূমি যা ইরানের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত।
  • জুদিয়ান মরুভূমিঃ ইসরাইলের পূর্বাংশ ও ওয়েস্ট ব্যাংকের মধ্যে অবস্থিত।
  • মারানজাব মরুভূমিঃ ইরানের কেন্দ্রে অবস্থিত।
  • নিগেভ মরুভূমিঃ ইসরাইলের দক্ষিণাংশে অবস্থিত।
  • রামলাত আল-সাব'আতায়ান মরুভূমিঃ ইয়েমেনে অবস্থিত।
  • সিনাই মরুভূমিঃ ইজিপ্টে অবস্থিত।
  • ওয়াহিবা মরুভূমিঃ ওমানে অবস্থিত।
ইউরোপঃ
  • এক্কোনা মরুভূমিঃ ইতালির কেন্দ্র অবস্থিত মধ্যম মরুভূমি।
  • বারডেনাস মরুভূমিঃ স্পেনে অবস্থিত মধ্যম মরুভূমি।
  • ব্লিডুয়াসকা মরুভূমিঃ পোলেন্ডে অবস্থিত।
  • দিলিব্লাটস্কা পেস্কারা মরুভূমিঃ সার্বিয়াতে অবস্থিত।
  • আইসল্যান্ডের উচ্চভূমিঃ আগ্নেয় মাটি হওয়ার কোন গাছ নেই, তাই মরুভূমি হিসেবে ধরা হয়।
  • মনিগ্রোস মরুভূমিঃ স্পেনে অবস্থিত মধ্যম মরুভূমি।
  • ওলেস্কি স্যান্ডস মরুভূমিঃ ওকরেইনে অবস্থিত।
  • ওলটেনিয়ান সাহারা মরুভূমিঃ ওলটেনিয়াতে অবস্থিত।
  • পিসসিনাস মরুভূমিঃ ইতালিতে অবস্থিত।
  • রাইন মরুভূমিঃ ইউরোপের বালুময় সর্ববৃহৎ মরুভূমি, যা রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কাজাখিস্তানের পশ্চিমাঞ্চলে অবস্থিত।
  • স্ট্রেন্জা সাহারা মরুভূমিঃ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বুলগেরিয়াতে অবস্থিত।
  • তাবেরনাস মরুভূমিঃ আলমেরিয়া, স্পেনে অবস্থিত।
উত্তর আমেরিকাঃক্যালিফোর্নিয়ার কেন্দ্রীয় উপত্যকা আসলে মধ্যম অনুর্বর শুষ্ক অঞ্চল। চিহুয়াওয়ান, কলারাডো, মোজাভি, সোনোরান মরুভূমি নিয়ে উত্তর আমেরিকার মরুভূমি। পৃথিবীর বৃহত্তম লবনাক্ত মরুভূমি সালার দি উইয়ুনি বলিভিয়ার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত।

অস্ট্রেলিয়াঃ
  • কেন্দ্রীয় মরুভূমিঃ এটি অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মরুভূমি।
  • গিবসন মরুভূমিঃ এটিও অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মরুভূমি।
  • গ্রেট স্যান্ডি মরুভূমিঃ উত্তর পশ্চিমাঞ্চলীয় অস্ট্রেলিয়ার মরুভূমি।
  • গ্রেট ভিক্টোরিয়া মরুভূমিঃ অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মরুভূমি।
  • লিটল স্যান্ডি মরুভূমিঃ পশ্চিমাঞ্চলীয় অস্ট্রেলিয়ার মরুভূমি।
  • রেংগিপো মরুভূমিঃ অনুর্বর মরুভূমি।
  • সিম্পসন মরুভূমিঃ অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মরুভূমি। এটি লাল রঙের মরুভূমি; ফেরিক অক্সাইডের জন্য এই মরুভূমি লাল।
  • স্টার্জেলেকি মরুভূমিঃ অস্ট্রেলিয়ার দক্ষিণ কেন্দ্রীয় মরুভূমি।
  • তানামি মরুভূমিঃ উত্তরাঞ্চলীয় অস্ট্রেলিয়ার মরুভূমি।
দক্ষিণ আমেরিকাঃ
  • এ্যাটাকামা মরুভূমিঃ পৃথিবীর সর্বাধিক শুষ্কতম স্থান যা চিলি ও পেরুতে অবস্থিত।
  • লা গোয়াজিরা মরুভূমিঃ ভেনেজুয়েলা ও কলম্বিয়ার দক্ষিণাংশে অবস্থিত।
  • মনতে মরুভূমিঃ আর্জেন্টিনায় অবস্থিত একটি ছোট্ট মরুভূমি।
  • পাটাগোনিয়ান মরুভূমিঃ আর্জেন্টিনা ও চিলিতে অবস্থিত।
  • সেকুরা মরুভূমিঃ পেরুতে অবস্থিত।
মেরু অঞ্চলঃ
  • দক্ষিণ মেরুর মরুভূমি (এন্টার্কটিকা), সর্বাপেক্ষা বড় মরুভূমি অঞ্চল।
  • উত্তর মেরুর মরুভূমি (আর্কটিক), দ্বিতীয় সর্বাপেক্ষা বড় মরুভূমি অঞ্চল।
  • উত্তর আমেরিকার আর্কটিক, উত্তর আমেরিকার বৃহৎ তুন্দ্রা অঞ্চল।
  • রাশিয়ার আর্কটিক, রাশিয়ার বৃহৎ তুন্দ্রা অঞ্চল।
মরুভূমির কিছু পশুঃ


মরুভূমির কিছু গাছপালাঃ


লেখকঃ ফারজুল আরেফিন।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info