আমাদের প্রতিদিনের কাজে আমরা সব সময় বল পেন দিয়ে কোন না কোন কিছু লিখে থাকি। কিন্তু এই সামান্য বলপেন যখন কোন শিল্পির হাতে চলে যায় তখন তা হয়ে যেতে পারে কোন শিল্পর উৎস। আর এ নিয়ে আমাদের এবারের আয়োজন। এ সব ছবি আঁকা হয়েছে বলপেন দিয়ে।
ছবি সংগ্রাহেঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন