এক জীবন যোদ্ধার গল্প ।। Tell Of A Life Warrior


কেনি ইষ্টার্ডে একজন ৩৫ বছর বয়সের আমেরিকান যিনি জন্ম গ্রহন করেছেন Sacral Agenesis রোগ নিয়ে। এর ফলে তার মেরুদন্ডের নিচের অংশ কোন প্রকার বৃদ্ধি পায় নায়। তার স্বাস্থ্য গত ত্রুটির কারনে ডাক্তাররা তার অকার্য পা কে সরিয়ে ফেলতে বাধ্য হন।

hybridknowledge.info hybridknowledge.info

কেনির কোন দিন চাকাওয়ালা চেয়ার বা নকল পার প্রতি কোন প্রকার টান ছিল না। একারনেই ছোট বেলা থেকে বাবার সাহায্যে দু'হাতে চলা শিখেছেন এবং স্কেট বোর্ডের মাধ্যমে বেশী দুরত্বের পথ পারি দেওয়াটাও রপ্ত করেন।

সে অন্যান্য মানুষের মত বিভিন্ন ধরনের খেলাধুলা পছন্দ করেন, তবে তার প্রিয় খেলা "বলিং বল"।

বর্তমানে তিনি তার প্রিয়তমা স্ত্রী "নিকি" কে নিয়ে আর দু সন্তানকে নিয়ে সুখে শান্তিতে আছে। নিকি প্রেগ্নেন্ট হন কেনির সাথে সম্পর্কে সুচনা লগনে। অবশ্য এসময় DNA টেষ্ট করা হয় যে আসলেই সন্তান কেনির কিনা। কেননা ডাক্তাররা ভেবেছিল কেনি কোন দিন নিজ সন্তানের পিতা হতে পারবে না। কিন্তু কেনি পৃথিবীর একমাত্র পুরুষ যে অর্ধেক শরীর নিয়ে সন্তানের জনক হয়েছেন।

এখন চলুন তার জীবন থেকে নেওয়া কিছু ছবি দেখে আসি,


লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

1 টি মন্তব্য:

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।