হাবল টেলিস্কোপ |
আপনারা সকলে মঙ্গল গ্রহ সম্পর্কে নিশ্চই জানেন। আর যারা জানেন কিন্তু মনে করেন আরো একটু বিস্তারিত জানতে চান তারা পড়ে আসতে পারেন পূর্বে প্রকাশিত "মঙ্গল গ্রহ" এই লেখাটি। আজ আমাদের আয়োজন হাবলের তোলা সর্বশেষ মঙ্গল গ্রহের তোলা কিছু ছবি নিয়ে। হাবল সম্পর্কে বলতে গেলে বলতে হয় এটি একটি টেলিস্কোপ যা অনান্য টেলিস্কোপের মত পৃথিবীতে নয় বরং অবস্থিত মহাশূন্যে। যা কিনা আমাদের প্রতিনিয়ত মহাকাশের নানা ছবি পাঠাচ্ছে। এটি পৃথিবীর বাইরে প্রতিস্থাপনের কারন হল, এখানে পরিস্কার আকাশের জন্য অপেক্ষা করতে হয় না অথবা রাতের জন্য অপেক্ষা করতে হয় না। কেননা পৃথিবী হতে মহাকাশ দেখতে হলে প্রথমত রাত এবং দ্বিতীয়ত মেঘ মুক্ত আকাশ লাগে। আর পৃথিবীর বাইরে এটির অবস্থানের কারনে এসকল সমস্যার সম্মুক্ষিন হতে হয় না।
তাহলে আসুন এখন দেখে আসি হাবলের তোলা সর্বশেষ মঙ্গলের ছবিঃ
তাহলে আসুন এখন দেখে আসি হাবলের তোলা সর্বশেষ মঙ্গলের ছবিঃ
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন